¡Sorpréndeme!

তরুণ পেসারদের নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

তরুণ পেসারদের নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ | jagonews24.com

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/news/546920

পয়সা উসুল এক ম্যাচই উপভোগ করলেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগত দর্শকরা। যে ম্যাচে ২২১ রানের বড় সংগ্রহ গড়েও স্বস্তিতে ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ ওভার পর্যন্ত জয়ের আশা জিইয়ে রেখেছিল ঢাকা প্লাটুন।

তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২২১ রানের জবাবে মাশরাফি বিন মর্তুজার দল শেষ ওভারের শেষ বলে অলআউট হয়েছে ২০৫ রানে, ১৬ রানের হার নিয়ে ছেড়েছে মাঠ।